শপিংমলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঈদের আগে শপিংমল, বিপণিবিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড়, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে সরকারের কঠিন নির্দেশনা থাকলেও কোথাও কোথাও ব্যত্যয় ঘটেছে। আর এজন্য মাঠে নেমেছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। সকালে অভিযান পরিচালনা করা হয় রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটে। মাস্ক না পরায় জরিমানা করা হয় বেশ কয়েকজন বিক্রেতাকে।

স্বাস্থ্যবিধি না মেনে শপিংমল খোলা রাখায় বেশ কয়েকজন দোকানিকে জরিমানা করেছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মে) সকালে রাজধানীর মৌচাক আনারকলি শপিংমলে এই অভিযান চালানো হয়।

কেনাকাটা করতে আসা ক্রেতা-বিক্রেতা সবাই এই অভিযানকে স্বাগত জানিয়ে বলছেন করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, স্বাস্থ্যবিধি না মানা হলে ক্রেতা-বিক্রেতা উভয়কেই জরিমানা করা হবে। প্রয়োজনে শপিংমল, বিপণিবিতান বন্ধ করে দেওয়া হবে।

ব্যবসায়ীদের কথা মাথায় রেখে চলমান লকডাউনের মধ্যে গত ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।