শবে কদরে ইবাদতের গুরুত্ব

রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। তবে, এর মধ্যে শেষ ১০ দিন বেশি গুরুত্বপূর্ণ সময়। রমজানের শেষ ১০ দিন বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, রাসুল (সা.) কিছু বিশেষ ইবাদত করতেন। এই শেষ ১০ দিনেই লাইলাতুল কদর আছে। তাই, এই সময়ে বিশেষ ইবাদত করা হয়।

রাসুল (সা.) এ ব্যাপারে বলেছেন, ‘তোমরা রমজানের শেষ ১০ দিন লাইলাতুল কদর তালাশ করো।’ ফলে কদর তালাশের জন্য এই সময় ইবাদত করার জন্য অন্যতম। আমরা জানি, লাইলাতুল কদরের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান। কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে ইবাদত করেন, তাহলে তিনি হাজার মাসের বা তারও বেশি ইবাদতের সওয়াব পাবেন।

এ ছাড়া লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই এই সময়ে ইবাদত অন্যসব কিছু থেকে অধিক গুরুত্বপূর্ণ। এর মধ্যে ইবাদতের জন্য, দিবসের চেয়ে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তাই, এই সময়ে রাতে অধিক কোরআন পাঠ করা উচিত। সত্যিকার অর্থে সব ইবাদত করা উচিত। ইবাদতের জন্য, ফজিলতের জন্য এ মাসের গুরুত্ব অসীম।