শরণার্থী শিবিরে অভিযান, ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। খবর আরব নিউজ।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার (২ সেপ্টেম্বর) হেবরন শহরের উত্তর-পূর্বাঞ্চলে শরণার্থী শিবিরে অভিযানের সময় ওই যুবককে গুলি করে ইসরাইলি বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, এদিন পশ্চিমতীরের শরণার্থী শিবিরে সেনারা অভিযান চালালে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় বহু মানুষ আহত হয়।

ইসরাইলের সামরিক বাহিনী এক টুইটবার্তায় জানায়, ঘটনাটি কিরিয়াত আরবাস শহরের কাছে ঘটেছিল যখন ওই ব্যক্তি ছুরি নিয়ে এক ইসরাইলি সেনাকে আহত করে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে এক সেনাকে ছুরিকাঘাত করার অভিযোগে ইসরাইলি সেনাবাহিনী এক ফিলিস্তিনি ব্যক্তিকে হত্যা করেছে। এতে আরও বলা হয়, শুক্রবার হেবরন শহরের উত্তরে বেইট আইনুন মোড়ে ইসরাইলি বাহিনী ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে।