শান্তি-সমৃদ্ধি কামনায় সিলেটে ইজতেমা শেষ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সিলেটে আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ৪০ মিনিটের আখেরি মোনাজাতে লাখো মুসল্লির ঢল নামে।

আখেরি মোনাজাতে অংশ নিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ভোর থেকেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম ইজতেমা ময়দানের আশপাশে জড়ো হন।

বেলা সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হলে ইজতেমা ময়দানজুড়ে ক্রন্দনের রোল ওঠে। অতীত কৃতকর্মের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতি এবং বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের লতিপুর-খিদিরপুর মাঠে গত বৃহস্পতিবার শুরু হয় আঞ্চলিক ইজতেমা।