শাবাবের হামলায় কেনীয় সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী গ্রুপ আল শাবাব বলেছে, তাদের যোদ্ধারা সোমালিয়ার প্রত্যন্ত অঞ্চলের একটি ঘাঁটিতে শুক্রবার হামলা চালিয়ে কেনিয়ার বেশকিছু সংখ্যক সৈন্য হত্যা করেছে। কিন্তু কেনিয়ার সেনাবাহিনী এ কথা উড়িয়ে দিয়ে বলেছে, তারা আসলে সৈন্য নয়, জঙ্গি।

মুখপাত্র বলেন, কেনিয়ার সীমান্ত সংলগ্ন শহর কুলবিওরের ওই ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের যোদ্ধারা কমপক্ষে ৬৬ সৈন্য হত্যা করেছে। শাবাব প্রায়ই আফ্রিকান ইউনিয়নের অ্যানিসম বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে।

মুখপাত্র সংঘর্ষে তাদের কয়েকজন যোদ্ধার মৃত্যুর কথা স্বীকার করেন। তবে তাদের সংখ্যা তিনি উল্লেখ করেননি।

কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পল নজুগুনা মুখপাত্রের এই দাবি হেসেই উড়িয়ে দেন।

এক বিবৃতিতে তিনি বলেন, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ব্যাবহার করে সন্ত্রাসীরা কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটিতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু কেনীয় সৈন্যরা তাদের প্রতিহত করে। এতে বেশকিছু সংখ্যক সন্ত্রাসী নিহত হয়।

এনজুগুনা বলেন, শুক্রবার ভোরের দিকে এই হামলা চালানো হয়।