শাহজালালের ঘটনা, মেনন ব্রিফ করবেন মঙ্গলবার

সচিবালয় প্রতিবেদক : হযরত শাহজালাল বিমানবন্দরে এক যুবকের ছুরিকাঘাতে আনসার সদস্যের মৃত্যু ও বিমানবন্দরে প্রবেশের চেষ্টা ঘটনায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তুহিন সোমবার এ কথা জানান।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উদ্ভুত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্দরের নিরপত্তায় নিয়োজিত সকল সংস্থার সঙ্গে মঙ্গলবার সকাল ৯টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি জরুরি বৈঠকে মিলিত হবেন।

বৈঠক শেষে তিনি পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিহাব নামের এক যুবকের ছুরিকাতে সোহাগ আলী নামের এক আনসার সদস্য নিহত হন। এ ঘটনায় জিয়াউর রহমান নামের এক আনসার সদস্য এবং আশিক ও ইশতিয়াক নামের দুজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য আহত হন। এ সময় এপিবিএন সদস্যদের গুলিতে আহত হন শিহাব।

তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।