শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাই, ৬ ছিনতাইকারী আটক

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৩৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম।

বৃহস্পতিবার ও শুক্রবারের ধারাবাহিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, চাকু, অ্যান্টিকাটার, হাতুড়ি ও লুণ্ঠিত দুই লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-মাজহারুল ইসলাম ওরফে রাকিব, মোঃ জহিরুল তালুকদার, আবু বক্কর সিদ্দিক ওরফে খোকা, মোঃ সেলিম ওরফে ল্যাংরা সেলিম, মোঃ লালন ও মোঃ সেলিম মিয়া।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি আরো বলেন, এরা একটি ছিনতাইকারী চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।