শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে যাত্রীর চাপ, বালাই নেই স্বাস্থ্যবিধির

শপিংমল খোলার সিদ্ধান্তে রাজধানী ঢাকার কর্মস্থলে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি পারাপার হচ্ছেন কর্মমুখি মানুষ। সেখানেও স্বাস্থ্যবিধির বালাই নেই।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে দেখা গেছে, ফেরির পাশাপাশি স্পিড বোর্ড ও ট্রলারে করেও যাত্রীরা নদী পার হচ্ছে। এ ছাড়াও নানা কাজে গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে লোকজন। তবে গণপরিবহন না থাকায় লোকজন প্রচণ্ড গরমে শিমুলিয়া ঘাটে এসে নানা বিড়ম্বনায় পড়ছেন।

অটোরিকশা, ব্যাটারি চালিত যান ও মাইক্রোতে করে কয়েকগুণ বেশি ভাড়ায় গন্তব্যে যাচ্ছে মানুষ। নৌ-রুটটিতে লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা দাঁড়িয়ে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিচ্ছেন।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, ঢাকামুখী যাত্রীই বেশি, তবে এখন ঘরমুখো মানুষও পার হচ্ছে। বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ৯টি ফেরি সচল রয়েছে।