শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলছে ফেরি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দুই দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে শুক্রবার (২৮ মে) সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে মানুষের দুর্ভোগ কমেছে।

শিমুলিয়া ঘাট সুপার কাজী মফিজুল ইসলাম জানান, বহরের ১৮টি ফেরি মধ্য এখন ১৫টি ফেরি চলাচল করছে। অপর ৩টি ফেরির মধ্যে ‘শাহ মখদুম’ সকাল পৌনে ৮টার দিকে যানবাহনসহ মাঝ নদীতে বিকল হয়ে ঘাটে ফিরে আসে। বিকল রয়েছে ডাস্প ফেরি লেন্টিং। এছাড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে পাটুরিয়ায় পাঠানো হয়েছে।

তিনি জানান, ঢেউয়ের তোড়ে বিভক্ত হয়ে যাওয়া দুই নম্বর ঘাটের একাংশ চালু করা হয়েছে। সংযোগ সড়ক জলমগ্ন থাকায় ৪ নম্বর ঘাট সচল হয়নি। তবে সংস্কারের পর ১ নম্বর ও ৩ নম্বর ঘাট চালু করা হয়েছে।