শিশু তাউছিয়া আক্তারের গায়ে গরম পানি ঢেলে দেন প্রতিবেশী

মাহবুব রহমান : ছয় বছর বয়সী শিশু তাউছিয়া আক্তার। গরম পানিতে ঝলসে যাওয়া এই শিশুটি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে। তুচ্ছ ঘটনায় শিশু তাউছিয়াকে গরম পানি নিক্ষেপ করেন নার্গিস নামে এক নারী।
ময়মনসিংহের গফরগাঁও থানায় শনিবার এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল সকাল ৮টার দিকে গফরগাঁওয়ের চরকামারিয়া এলাকার প্রবাসী আনিছুর রহমানের মেয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী তাউছিয়া আক্তারের গায়ে গরম পানি ঢেলে দেন প্রতিবেশী নারগিস বেগম।
ওই দিনই তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
আহত তাউছিয়া জানায়, আমি খেলছিলাম। হঠাৎ নার্গিস বেগম এসে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে শরীরে গরম পানি ঢেলে দেয়।
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান লেমন কুমার ধর জানান, তাউজিয়ার শরীরের ৫০ শতাংশ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রমেকের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মাহবুব আলম জানান, অভিযোগ পাওয়া গেছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।-অপরাধ সংবাদ