শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (৫ এপ্রিল) প্রতিমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী পৃথক বার্তায় একইভাবে শোক প্রকাশ করেছেন।

গতকাল রোববার (৪ এপ্রিল) অর্ধশত যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির এ ঘটনা ঘটে। গতকাল পর্যন্ত পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়াও এ ঘটনায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়েছে। দুপুর ১টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। এ সময় লঞ্চ থেকে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।