শেখ হাসিনা ভালো শাসক

নিউজ ডেস্ক : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায়ের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ভালো শাসক। তার চেয়ে আপন, আপনারা অন্য কাউকে পাবেন না। তার সিদ্ধান্ত মেনে নেন।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে সাঁওতাল সম্প্রদায়ের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে, লরেন্স বেসেরা, গণেশ মুরমু, প্রভাত টুডু, মানিক সরেণ, শাহজাহান আলী।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

বৈঠকে সাঁওতাল প্রতিনিধিদল তাদের দাবিসহ লিখিত বক্তব্য তুলে ধরেন। সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে সমস্যা সমাধানে ১৯৬২ সালের চুক্তির ধারা মোতাবেক যেসব পরিবারের জমি অধিগ্রহণ করা হয়েছিল সেগুলো আগের ভূমির আইনি অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করেন।

বৈঠকে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের বাড়িঘর বানিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। বাসস্থানের কাঠামো, নিরাপত্তা এবং জীবিকা নির্বাহ এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

এ সময় সেতুমন্ত্রী আগামী ২৮ ডিসেম্বরের পর যেকোন দিন গাইবান্ধার ওই ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন যাওয়ার ইচ্ছা পোষণ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সুজিত রায় নন্দী বলেন, আমাদের সরকার এবং আওয়ামী লীগ সাঁওতালদের সমস্যা সমাধানে যথেষ্ট সহানুভূতিশীল।

রবীন্দ্রনাথ সরেন বলেন, আমাদের মূল দাবি আমরা জমি ফিরে পেতে চাই। আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুর্নবাসন চাই। মামলা প্রত্যাহার চাই।