শেরপুরের বন্যহাতির হামলায় কৃষকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পৃস্ট হয়ে অবিজল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অবিজল একই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার আগে থেকেই একদল বন্যহাতি আধা পাকা ধান খাওয়ার জন্য বালিঝুড়ি সীমান্ত গ্রামে প্রবেশ করে। সে সময় স্থানীয় কৃষকরা তাদের কষ্টার্জিত ধানের ক্ষেত রক্ষা করতে মশাল-লাঠিসহ হাতিগুলোকে প্রতিরোধ করতে থাকে।

এমতাবস্থায় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কৃষকদের সব বাধা উপেক্ষা করে বন্যহাতির দল ধান ক্ষেত সাবাড় করতে থাকলে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা হাতি তাড়াতে যায়। এ সময় হাতির পায়ে পৃষ্ট হয়ে অবিজল গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।