শ্রীনগরে আধামণ গাঁজা ও একটি নিশান জীপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

সুমন হোসেন শাওন, শ্রীমগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বেজগাঁও বাস স্ট্যান্ড মিজানুরের মুদি দোকানের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কের পাকা রাস্তার উপর  থেকে আধামণ গাজা, ৬ বোতল হুইস্কি ও ১ টি নিশান জীপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-১। ১৫ জানুয়ারি, সোবার রাত ১২ টা ৫ মিনিটে  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনির নেতৃত্বে একটি আভিযানিক দল নিয়ে একটি জীপ সনাক্ত করেন।
জীপের মধ্যে অভিযান পরিচালনা করে আধামণ (২০ বিশ) কেজি গাঁজা, ০৬ বোতল হুইস্কি, ১ টি নিশান পেট্রোল জীপ, মাদক বিক্রির নগদ ৮ শত ৭২ টাকাসহ কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া উপজেলার, ব্রাক্ষ্মণপাড়া গ্রামের নায়েব আলী বেপারী পুরাতন বাড়ীর মৃত-সিরাজুল ইসলারে ছেলে মাদক ব্যবসায়ী জলিলুর রহমান দুলাল (৪৫) কে গ্রেফতার করে। উক্ত নিশান জীপে মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় গাঁজা ও হুইস্কি প্লাস্টিকের বস্তায় কাগজের কার্টুনের সাহায্যে জীপে বহন করে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে  শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।