শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ নিজ কার্যলয়ে সাংবাদিকের সাথে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ১৯ জুলাই বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। তিনি সাংবাদিকদের আরো বলেন, উপজেলায় বাৎসরিক মাছের চাহিদা ৫৬১৩.৫৫ মেঃ টন ও উৎপাদন ৯১৩৪.৪৬ মেঃ টন এবং বাৎসরিক উদ্বৃত্ত ৩৬২০.৯০ মেঃ টন। বাংলাদেশ এখন মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ যা বিশ্বে ৩য় স্থানে রয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলায় মৎস্য উৎপাদন আরো স¤প্রসারণের লক্ষে এ অ লের মৎস্য চাষীদের বেশী করে মাছ চাষ করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। কারন বাংলাদেশ সরকার প্রতিটি ইউনিয়নের মাছ চাষীদের জন্য মাছ চাষ করার বিভিন্ন উপকরণ উপজেলা মৎস অফিসারের কার্যালয়ের মাধ্যমে বিনা মূল্যে বিতরণ ও বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছেন।