শ্রীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন; নিয়ন্ত্রণে ৯টি ইউনিট 

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এএসএম কেমিক্যাল লিমিটেড নামের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে নিয়ন্ত্রণে ফায়ার কাজ শুরু করেছে সার্ভিসের ৯টি ইউনিট।
বুধবার (৩নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
এসময় কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, প্লান্টে থাকা মেশিনপত্রসহ কেমিক্যাল সামগ্রী বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।
প্রত্যক্ষদর্শী, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও নিরাপত্তা প্রহরীরা জানান, বুধবার সন্ধ্যায় এএসএমস কেমিক্যাল ইন্ডাষ্টিজ লিমিটেড নামের কারখানার এসবিপি প্লান্টে (ব্লিচিং পাউডার প্লান্ট) থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই পাশের সেডগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুনের লেলিহান শিখায় আশপাশে আতঙ্কের  পরিবেশ তৈরী হয়।
কারখানার সিনিয়র ব্যবস্থাপক (এডমিন) রেজাউল করিম জানান, কারখানায় দুপুর দুইটা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এসময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত অবস্থায় ছিল। আগুনের সূত্রপাত দেখে তারা নিরাপদেই দ্রুত সরে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল পাওয়ার পরপরই প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যুক্ত হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, চলতি বছরের ১১ ফেব্র্রুয়ারি একই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টে আগুনের চারজন নিহত হয়েছিল।