শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও  পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে ব্যবসায়ীরা।

শুক্রবার সকাল থেকে শহরে সকল প্রকার দোকান-পাট বন্ধ রেখে ধমর্ঘট পালন করে ব্যবসায়ীরা।এ সময় ব্যবসায়ীরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন।

তাদের দাবি, দোষী বিজিবি সদস্যদের বদলি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হোক।

এর আগে বৃহস্পতিবার রাত ১টায় জরুরি সভা থেকে ধর্মঘট আহ্বান করেন ব্যবসায়ী নেতারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ স্ট্যান্ড এলাকায় বিজিবির গাড়ি চালকের সঙ্গে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটি হয়। এর জেরে কয়েকজন বিজিবি সদস্যের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে বিজিবি সদস্যরা শ্রীমঙ্গলের ব্যবসায়ী ও পথচারীদের ওপর নির্বিচারে হামলা চালায় এবং কয়েকশত গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়। এ সময় চারজন গুলিবিদ্ধ হন এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন।