শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অষ্টম ব্যাটসম্যান ডিকভেলা

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে বৃহস্পতিবার মেইডেন সেঞ্চুরি করেন নিরোশান ডিকভেলা। আজ শনিবার তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি। ৯৯ বল খেলে ৭টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান তিনি। এর আগে বৃহস্পতিবার ১০২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আজ ১১৮ বলে ৮টি চারের সাহায্যে ১১৬ রান করে ম্যালকম ওয়ালারের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। তার আগে গেল বৃহস্পতিবার ১১৬ বলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করে আউট হয়েছিলেন।

শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে কুমার সাঙ্গাকারা ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে পর পর চার ম্যাচে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েছিলেন। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার ক্ষেত্রে তিনি এখনো সবার শীর্ষে আছেন।