সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ফাতেমা তুজ জুহুরা (১৮) পিতা ফারুক আলম, মাতা-সকিনা আলম, বটতলা বাউনিয়া জসিম উদ্দিন রোড, থানা- তুরাগ বর্তমান ঠিকানাঃ খাইলকুর বোর্ড বাজার, থানা- টঙ্গী জেলা- গাজীপুর। সে সি.পি.ইনভেস্টিগেশন লিঃ এ বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে কর্মরত ছিল। গত ১০/০৮/১৬ ইং তারিখে আমার প্রতিষ্ঠানে চাকুরী নিয়েছিল। গত ২৫/০৮/১৬ইং তাং পর্যন্ত সে নিয়মিত অফিস করে। কিন্তুু ২৫/০৮/১৬ইং তাং এর পর থেকে আমার প্রতিষ্ঠানে আর আসেনা। তার ব্যবহ্রত আমার প্রতিষ্ঠানের সনি ভিডিও ক্যামেরা তার কাছে রয়েছে। যার ৪.২ মডেল মূল্য ৫৩,০০০ হাজার টাকা। আরও বাংলা লায়ন একটি মডেল ৩টি প্যাঁনড্রাইপ ২টি মেমোরি এবং তার কাছে আমার প্রতিষ্ঠানের একটি তার নিজ নামে আইডি কার্ড আছে। তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।অফিসে দেওয়া প্রত্যেক ঠিকানায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। জাহাঙ্গীর নামে এক ব্যক্তি জানান; সে কখনও গাজীপুর, মিরপুর, উত্তরা, মুন্সিগঞ্জ, নাঃ গঞ্জ থাকে। সি.পি. ইনভেস্টিগেশন লিঃ তার বিরুদ্ধে  দখিনখান থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নম্বর- ১০৩১ তাং ২১/১০/১৬

তার ঘনিষ্ঠদের সাথে যোগাযোগ করা হলে সে নানা বিধি কথা বলে। তাই সি.পি. ইনভেস্টিগেশন লিঃ থেকে তাকে বহিষ্কার করা হল। সে সি.পি. ইনভেস্টিগেশন লিঃ পরিচয় কোথাও প্রদান করলে সঙ্গে সঙ্গে আমাদের জানানোর অনুরোধ করা হইল। যোগাযোগ চেয়ারম্যান- ০১৬৭৫৮২৬৬০৯