সন্ত্রাসী চাঁদাবাজীর বিষয়ে জিরো টলারেন্স গাংনী বাজার পরিদর্শন কালে এসপি আনোয়ার হোসেন

আল-আমীন,মেহেরপুরঃ সন্ত্রাসী চাঁদাবাজদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। কোন ভাবেই মেহেরপুর জেলার কোন স্থানে দোকানে বা রাস্তা ঘাটে এ ধরণের অপরাধ বরদাশÍ করা হবেনা। মেহেরপুরের গাংনী বাজারের মার্কেটের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান পরিদর্শন কালে পুলিশ সুপার আনিছুর রহমান এ কথা বলেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে গাংনী বাজার পরিদর্শনে আসেন মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান । গাংনীর বিভিন্ন মার্কেটের দোকান মালিকদের সাথে চাঁদাবাজী বা কোনরকম অপ্রিতিকর ঘটনা ঘটছে কি না সে বিষয়ে খোঁজ খবর নেন। এবং দোকান মালিকদের প্রয়োজনে ভোর পর্যন্ত নিশ্চিন্তে ব্যাবসা চালিয়ে যেতে বলেন। তিনি সাংবাদিকদের বলেন ঈদকে সামনে রেখে শুধু দোকান নয় পথে ঘাটে কোন খানেই আইনের অবনতির ছাড় দেওয়া হবেনা। এ বিষয়ে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ঠ তৎপর আছে বলে আমি মনে করি। এ দিকে পুলিশ সুপারের আশ্বাসে বাজারের দোকান মালিকরাও সন্তুষ্ট প্রকাশ করেন। পুলিশ সুপারের সাথে বাজার পরিদর্শন কালে তার সাথে আরো উপস্থিৎ ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, এসপি (সার্কেল) মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার মনিরুজ্জামান সহ ডিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিৎ ছিলেন গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক স্বপন।