সমালোচকদের কড়া জবাব দিয়েছেন ইনজামাম

ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর পাকিস্তান দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের প্রত্যেক খেলোয়াড়কে ১০ মিলিয়ন রূপি করে দেওয়া হয়। কোচ মিকি আর্থার ও অন্যান্য কোচিং স্টাফদের দেওয়া হয় ৫ মিলিয়ন রূপি করে। কিন্তু প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে দেওয়া হয় ১০ মিলিয়ন রূপি। যিনি কিনা চ্যাম্পিয়নস ট্রফিতে দলের সঙ্গেই যাননি। ইনজামামকে ১০ মিলিয়ন রূপি দেওয়ায় গেল কয়েকদিন ধরে পাকিস্তানে বেশ সমালোচনা হচ্ছে। দলের সঙ্গে না গিয়েও ইনজামাম কিভাবে ১০ মিলিয়ন রূপি পান? এমন প্রশ্ন এখন পাকিস্তানের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারদের মুখে মুখে।

সমালোচকদের কড়া জবাব দিয়ে আজ শনিবার ইনজামাম-উল-হক বলেন, ‘আমরা কিন্তু অর্থ পুরস্কার চাইনি। সরকার আমাদের পুরস্কৃত করেছে। বিষয়টি নিয়ে সমালোচনা করা, এটাকে একটি ইস্যু বানানোটা সত্যিই হাতাশাজনক। এর কোনো মানে হয় না। নির্বাচকদের তো আপনারা ক্রেডিট দিতে চান না। আমরা তো ক্রেডিট পাওয়ার যোগ্য, নাকি?। এই নির্বাচক কমিটির মাধ্যমে যে দল নির্বাচন করা হয়েছে তারা গেল বছর ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করেছে। আমাদের নির্বাচন করা দল ওয়েস্ট ইন্ডিজে গেল ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিজ জিতেছে। এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও জিতেছে।’

তিনি আরো বলেন, ‘এই নির্বাচক কমিটিই সরফরাজ আহমেদের নাম অধিনায়ক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব করেছিল। তার নেতৃত্বেই পাকিস্তান দল চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে।’