সরকারি-বেসরকারি যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানই হোক না কেন

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সরকারি-বেসরকারি যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানই হোক না কেন, জঙ্গিবাদ উত্থান রোধে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ক্যাম্পাসে ‘ফল ২০১৬ সেমিস্টারে’ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জঙ্গিবাদের উত্থান রোধের ক্ষেত্রে ব্যর্থতা শুধু নর্থ সাউথের একার নয়। এ ক্ষেত্রে অনেক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতাও দেখা গেছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানে হামলার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু সমালোচনা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নিয়েও সমালোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার কোনোভাবেই জঙ্গিবাদের কাছে মাথা নত করতে পারে না।’

এনএসইউর ভিসি অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. আব্দুর রব খান।