‘সরকার ইচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা যেতে দেয়নি’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার ইচ্ছাকৃতভাবে কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনের অজুহাতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য দলের নেতাকর্মীদেরকে যেতে দেয়নি বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এটা সরকার ইচ্ছাকৃতভাবেই করেছে। ওই জায়গাটা (জিয়াউর রহমানের কবর) বাদ দিলেও তো তারা (সরকার) পারত। কারণ, তাদের সম্মেলন ওই দিকটাতে খুব বেশি অ্যাফেক্ট কিন্তু করে না।’

‘তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে। আমরা যেটা বিশ্বাস করি, এই সরকার এ ধরণের কাজ করেই আসছে। তারা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের মানুষের যে রাজনীতি সেই রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন এসেছিলো। একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে সুসংহত করার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশপ্রেমিক সৈনিক ও জনগণ এই দিনটিতে নিয়েছিলো। এ দিনে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুণঃস্থাপিত হওয়ার সুযোগ হয়েছিলো। এই কারণে দিনটিকে আমরা সবসময় স্মরণ করে এসেছি। দেশে বহুমাত্রিক রাজনৈতিক ব্যবস্থা যিনি পুনরায় প্রবর্তন করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে প্রতিবছর এ দিনটিতে আমরা গেছি, আমরা জিয়ারত করেছি, ফাতেহা পাঠ করেছি, শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছি। প্রায় প্রত্যেকবারই আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন।’

‘দুর্ভাগ্যক্রমে এইবারই প্রথম আমরা সেই অধিকারটুকু থেকেও বঞ্চিত হয়েছি। কমনওয়েথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একটি কনফারেন্সের বরাত দিয়ে সরকার ১৪৪ ধারা জারি করে আমাদেরকে আজ সকালে সেখানে শ্রদ্ধাঞ্জলী অর্পনের সুযোগ থেকে বঞ্চিত করেছে।’

সিপিএ সম্মেলনের কারণে জাতীয় সংসদ ভবন এলাকায় বুধবার রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে মহানগর পুলিশ।

ঢাকায় অংশ নেয়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সদস্য দেশগুলোকে ‘বাংলাদেশে গণতন্ত্র না থাকার বিষয়টি’ অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা পাবলিকলি কোনো বক্তব্য এখন পর্যন্ত দেইনি। আমরা ইতিমধ্যে তাদেরকে জানিয়েছি যে, বাংলাদেশের গণতন্ত্রের কী অবস্থা, তা বিভিন্নভাবে আমরা জানিয়েছি। আপনারা (গণমাধ্যম) জানেন যে, গতকালও কানাডার একটি পার্লামেন্টারি পার্টির যারা এসেছেন এখানে তারা দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। আগামীকাল মালয়েশিয়ার সংসদীয় দল সাক্ষাৎ করবে। এভাবে যেটাকে আমরা বলি আনুষ্ঠানিকতা আছে কিন্তু অনানুষ্ঠানিকভাবে দেশের গণতন্ত্র সম্পর্কে প্রায় সব দেশকে এই কথাগুলো জানানো হয়েছে।’

‘আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এ সংসদ জনগণের নির্বাচিত সংসদ না, এই সংসদকে আমরা বৈধ মনে করি না। এই সংসদে যে আইনগুলো পাস করা হচ্ছে, তার বৈধতা কতটুকু আছে তা ভবিষ্যত বলে দেবে, এ সংসদে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা কখনোই জনগণের পক্ষের সিদ্ধান্ত নয়।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, সেলিমুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।