সরফরাজ সাফল্যের রহস্য জানালেন

ক্রীড়া ডেস্ক : এখনো এক বছর হয়নি। গত বছরের সেপ্টেম্বরে কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রান তাড়া করতে নেমে পাকিস্তানের যখন ৩ উইকেটে ৭৭, উইকেটে এলেন সরফরাজ আহমেদ। সেখান থেকে তার ৯০ রানের অসাধারণ এক ইনিংসে দারুণ জয় পেয়েছিল পাকিস্তান।

একই মাঠে কাল চ্যাম্পিয়নস ট্রফির অলিখিত কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সরফরাজের কার্যকরী ইনিংস পাকিস্তানকে নিয়ে গেল সেমিফাইনালে। এবার যদিও তিনশ রান তাড়া করতে হয়নি, ২৩৭। তবে গুরুত্বপূর্ণ সময়ে সরফরাজের অপরাজিত ৬১ রানের ইনিংসটাই পাকিস্তানকে পথ দেখিয়েছে।

জয়ের পর পাকিস্তান অধিনায়ক সরফরাজ বলেছেন, ‘আমি মনে করি, এই ইনিংসটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে এমন একটি ইনিংস সত্যিই আপনাকে উৎসাহ জোগাবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি আমাদের জন্য দারুণ এক জয় এবং আমরা খুবই আত্মবিশ্বাসী।’

তবে মোহাম্মদ আমিরের অপরাজিত ২৮ রানের ইনিংসটা ভুলে গেলে তার প্রতি খুবই অবিচার করা হবে। নবম ব্যাটসম্যান হিসেবে আমির যখন উইকেটে এলেন, ১৬২ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। তখনো জয়ের জন্য চাই ৭৫ রান। সেখান থেকে অষ্টম উইকেটে সরফরাজ-আমিরের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিই পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। সে সময় আমিরের সঙ্গে কী কথা হয়েছিল সরফরাজের?

পাকিস্তান অধিনায়ক বললেন, ‘আমি চিন্তা করছিলাম, যদি আমি ৫০ ওভার খেলতে পারি; আমরা জিততে পারি। আমিরকে কৃতিত্ব দিতেই হবে, সে সত্যিই ভালো খেলেছে। আমি ওকে বলেছিলাম, শুধু বল বাই বল খেল। স্কোরবোর্ডে তাকানোর দরকার নেই। আমি ওকে শুধু ওর খেলাটা খেলতে বলেছিলাম। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলেছি।’

অবশ্য ভাগ্যকেও পাশে পেয়েছে পাকিস্তান। গুরুত্বপূর্ণ সময়ে লাসিথ মালিঙ্গার পরপর দুই ওভারে সরফরাজের ক্যাচ ফেলেছে শ্রীলঙ্কার ফিল্ডাররা। ভাগ্যের বিষয়টা তাই স্বীকার করে নিচ্ছেন সরফরাজ, ‘যখন জয়ের জন্য ৪০ দরকার। আমি চাপ অনুভব করছিলাম, তবে আমির শান্ত ছিল। হ্যাঁ, ওরা ক্যাচ ফেলায় ভাগ্যবান ছিলাম আমরা, তবে আমরা নিজেদের শান্ত রেখেছিলাম।’

তথ্যসূত্র: আইসিসি।