সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শেখর দাশগুপ্ত আর নেই

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শেখর দাশগুপ্ত আর নেই।

রোববার সকাল ১১টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং দৈনিক মাতৃভাষা পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন।

তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, আত্মীয় স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সর্বস্তরের মানুষ ও সাংবাদিক-সংগঠনগুলোর শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রোববার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে রাখা হয়। তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও অন্যান্য সাংবাদিক সংগঠন।

সাংবাদিক শেখর দাশগুপ্তের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা বলেছেন, তার মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে হারালো।