সাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে

জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির রেশ কাটতে না কাটতেই শেয়ারবাজার কারসাজিতে নাম উঠে আসে ক্রিকেটার সাকিব আল হাসানের। সবশেষ বাবার নাম বদলের বিতর্কে জড়ান বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক। এবার দুদক জানাল, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক সচিব জানান, সাকিব আল হাসানের সঙ্গে দুদকের শুভেচ্ছাদূতের চুক্তি বিনাপারিশ্রমিকে। এর আগে গণমাধ্যমে কারাতে ফেডারেশনের সভাপতি ও দুদক কমিশনার মোজাম্মেল হক বলেছিলেন, ‘সাকিবের বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। আমরা কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা করব।’

সম্প্রতি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক অনুসন্ধানে শেয়ারে ব্যাপক কারসাজির তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এতে অন্যদের সঙ্গে নাম উঠে আসে মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান ও ক্রিকেটার সাকিব আল হাসানের।