সাচ্চু হত্যার প্রধান পরিকল্পনাকারী আ.লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের বাজিতপুরে চাঞ্চল্যকর সাচ্চু হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করেছে পিবিআই।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাজিতপুর পৌরসভা এলাকার আলোছায়া সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়। পরে ২নং জিআর আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিবিআই’র পুলিশ সুপার জানান, ২০১৭ সালের ২৮ জুন বাজিতপুর উপজেলা সদরের পশ্চিম বসন্তপুর এলাকায় নিজের ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় ওমর চান ওরফে সাচ্চুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জামাল মিয়া বাদী হয়ে পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জ পিবিআই এর এসপি মো. সাহাদাত হোসেন জানান, ব্যবসায়িক বিরোধের জের ধরে লায়েস মিয়াকে হত্যার জন্য ২ লাখ টাকার চুক্তিতে চার জনকে ভাড়া করেন আব্দুল্লাহ আল-মামুন। কিন্তু ঘটনার দিন ভুল করে লায়েসের ভাই ওমর চান ওরফে সাচ্চুকে হত্যা করা হয়।