সাজেকে যান চলাচল স্বাভাবিক

খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার (০৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সেনাবাহিনীর চেষ্টায় সাজেকের নন্দারাম এলাকার সড়কের মাটি অপসারণের পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (০৪ অক্টোবর) রাতে ভারি বৃষ্টির কারণে হঠাৎ পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মাটি অপসারণের কাজ শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।

তিনি বলেন, খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মাটি অপসারণের কাজ শুরু করেন। ৪ ঘণ্টা মাটি অপসারণের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।