সাতক্ষীরায় এক কলেজছাত্রকে হত্যায় জড়িত পাঁচজনকে আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গৌতম সরকার নামে এক কলেজছাত্রকে অপহরণের পর হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নুর ইসলাম, রেজাউল শেখ, আলিম, শাওন ও মনিরুল ইসলাম।

এদিকে অপহরণের পর হত্যায় জড়িত অভিযোগে নুর ইসলাম ও রেজাউল শেখের বাড়ি ঘরে আগুন দিয়েছে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের চার দিন পর গৌতম সরকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।

গৌতম সরকার সদর উপজেলার মহাদেবনগর গ্রামের গণেশ সরকারের ছেলে ও সদর উপজেলার সীমান্ত কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।

গৌতম সরকারের বাবা গণেশ সরকার বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় গৌতম ও তার বন্ধুরা বাড়ির পাশে মহাদেবনগর মোড়ে আমিন মিস্ত্রির দোকানে বসে টিভিতে ফুটবল খেলা দেখছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে গৌতমের ফোন বন্ধ পাওয়া যায়। রাতে আমার ছেলের  নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।’

সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে।’