সাতক্ষীরায় সীমান্ত থেকে নয়টি বন্যপ্রাণী উদ্ধার

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে নয়টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে রয়েছে—দুটি ভোঁদড় (উদবিড়াল), ছয়টি বিদেশি খরগোশ ও একটি ঈগল পাখি।

রোববার (২২ আগস্ট) দুপুর একটার দিকে বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন কার্যালয়ে উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন বন বিভাগের পক্ষ থেকে এসব বন্যপ্রাণীগুলো নিজেদের জিম্মায় নেন।

এ সময় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, চোরাকারবারিরা এসব বন্যপ্রাণীগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলকালে এ বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়। তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণীগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এগুলো সুন্দরবনে অবমুক্ত করবেন।