সাত খুন : আসামিপক্ষের যুক্তিতর্ক চলছে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় দ্বিতীয় দিনের মতো আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক চলছে।

মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়।

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তিতর্ক শেষে আসামিদের রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে ১৫ জন আসামির আইনজীবীরাও তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন ওই দিন। আজ বাকি ২০ আসামির পক্ষে যুক্তিতর্ক চলছে।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের প্রাক্তন তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পৃথক দুটি মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে এই মামলায় র‌্যাবের ৮ সদস্যসহ ১২ জন পলাতক রয়েছেন।