সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

সাভার : সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার রাত ২টার দিকে শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার মেডলার এ্যাপারেলসে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আট তলা বিশিষ্ট পোশাক কারখানাটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। নিচ তলায় কারখানাটির গোডাউন। যেখানে ফেব্রিক, তুলা, কার্টুন ইত্যাতি মজুদ থাকে। তবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি। আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, আগুনের সংবাদ পেয়ে পার্শ্ববর্তী ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সাভার, ধামরাই, টঙ্গী, মিরপুরসহ বিভিন্ন স্টেশনের আরো ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

কারখানায় রাতের পালায় উৎপাদন চলছিল বলে জানিয়েছে শ্রমিকরা। আগুনের সংবাদ পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের কারখানার প্রধান ফটকেই আটকে দেয় কারখানার নিরাপত্তা কর্মীরা।

হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।