সাভারে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার দুই পুলিশ কর্মকর্তা

সাভার প্রতিনিধি: সাভারে চাঁদাবাজির মামলায় গ্রেফতারি পরোয়ানাকৃত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাভার মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা। এসময় পুলিশের কাছ থেকে ওই আসামিকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। রাতে পৌর এলাকার নামা বাজার মহল্লায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে নামা বাজার এলাকায় চাঁদাবাজির মামলায় গ্রেফতারি পরোয়ানাকৃত আসামি শরিফ উদ্দিন ফকিরকে গ্রেফতার করতে যায় সাভার মডেল থানার এ এস আই অশোক কুমার দত্ত ও এ এস আই সাইফুজ্জামান। এসময় তাকে গ্রেফতারের সময় আসামি শরিফ উদ্দিন ফকিরের লোকজন পুলিশের দুই এএসআইকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে দুই পুলিশ কর্মকর্তা আহত অবস্থায় আসামিকে ধরে থানায় নিয়ে আসেন। পরে আহত দুই পুলিশ কর্মকর্তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ ছয়জনকে আসামি করে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে এঘটনায় আসামির ছবি তুলতে গেলে আসামির লোকজন সাংবাদিকদের বাধা প্রদান করেন। এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে অভিযান চলছে।