সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসিল্যান্ড আহত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাকারীর ছুরিকাঘাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী
আহত হয়েছেন। এ সময় ওই কর্মকর্তার সবকিছু কেড়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।

সোমবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসিল্যান্ড সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিক শাচালক আবদুর রহিম বলেন, আমরা ৪-৫ চালক রাতে স্ট্যান্ডে ছিলাম। হঠাৎ রাস্তার (ঢাকা-আরিচা মহাসড়ক) ওই পাড় থেকে চিল্লানোর আওয়াজ শুনে দৌড়ে যাই। ততক্ষণে ৫-৬ ছিনতাইকারী ওই লোকটিকে ছুরি মেরে সব নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা আমাদের দেখে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের দেয়াল টপকে ভেতর দিয়ে পালিয়েছে। ওই লোকটির হাতে, পিঠে ও পেটের একপাশে ছুরি মারছে। পরে তাকে এনাম মেডিকেলে ভর্তি করছি।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (সার্জারি) ডা. উজ্জ্বল আহমেদ বলেন, আহতের বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আমরা পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছি। তার অনেক রক্তক্ষরণ হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সিএন্ডবি এলাকায় কলাপাড়া উপজেলার এসিল্যান্ড ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের আটকে একাধিক দল কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।