সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা প্রধান বিচারপতির

শেখ মোহাম্মদ শহিদুল ইসলামঃ আজ রোববার বিকেল ৪টা ৪৫মিনিটে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করেন প্রধান বিচারপতি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে অনুভূতি লিপিবদ্ধ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যম কর্মীরা প্রধান বিচারপতির অনুভূতি জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এর আগে প্রধান বিচারপতি স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল এবং সাভার জাতীয় স্মৃতিসৈাধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।