সামাজিক দূরত্ব মেনে চলতে মোংলায় নৌবাহিনীর টহল জোরদার

সামাজিক দূরত্ব মেনে চলতে মোংলায় নৌবাহিনীর টহল জোরদার

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে মোংলায় জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে নৌবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে থেকে নৌ বাহিনীর একটি কন্টিনজেন্ট দল পৃথক অভিযান পরিচালনা করে।

অপরদিকে মাস্ক না পরে রাস্তায় চলাফেরা করায় প্রায় অর্ধশতাধিক পথচারীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, মোংলা সমুদ্র বন্দর, উপজেলার ইউনিয়ন ও পৌর শহরের জনগণকে সচেতন করতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য অনেকদিন আগে থেকেই নৌবাহিনীর কার্যক্রম চলছে। আজ সোমবার দুপুরে মোংলা মেইন রোড, বাজার রোডসহ শহরের বিভিন্ন এলাকায় তারা টহল দিচ্ছিল।

এ সময় দুপুর থেকে মোংলা শহর ও বাজার এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান না করায় অর্ধশতজনকে ৫শ’ থেকে ২০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করেন মোংলা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজ বংশী।