সারাদেশে জেঁকে বসেছে শীতের তীব্রতা ও ঘনকুয়াশা

পৌষের আগেই দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে শীত ও ঘন কুয়াশা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা গাইবান্ধা পথঘাট, জনপদ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহন। একদিকে সূর্যের দেখা নেই তার সঙ্গে উত্তরের কনকনে হাওয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। বিশেষ করে বন্যা এবং নদী ভাঙনে সহায় সম্বল হারানো মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘন কুয়াশা আর শীতের দাপট পঞ্চগড়েও। নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। হাসপাতালগুলোতে বাড়ছে রোগী।

কুড়িগ্রামে বেলার বাড়ার সঙ্গে সূর্য উঁকিঝুঁকি দিলেও বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা পড়ে থাকছে চারিদিক। শীতের কষ্টকে সঙ্গী করেই রোজগারের জন্য পথে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

ঝিনাইদহে শীতে বিপর্যস্ত মানুষকে আগুন জ্বালিয়ে কিছুটা উষ্ণতা পাওয়ার চেষ্টা করতে দেখা যায়। দিনাজপুরের বিভিন্ন সড়ক-মহাসড়কও প্রায় দিনভর ঢেকে থাকছে কুয়াশায়। ঠাকুরগাঁওয়েও দিন দিন বাড়ছে শীত।