সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার স্পিকার

নিজস্ব প্রতিবেদক : অষ্টম সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার কলম্বো গেলেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

“অষ্টম কনফারেন্স অব দ্য অ্যাসোসিয়েশন অব সার্ক স্পিকার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্স” শীর্ষক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে গতকাল সোমবার তিনি ঢাকা ত্যাগ করেছেন।

আগামী ৪ থেকে ৬ অক্টোবর ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- হুইপ মো. শহীদুজ্জামান সরকার, বেগম সাগুফতা ইয়াসমিন, তালুকদার মো. ইউনুস, সৈয়দা সায়রা মহসীন ও জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।

সফরকালে স্পিকার সার্কভুক্ত দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও স্পিকার উদ্বোধনীসহ বিভিন্ন প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন।

সফর শেষে ৬ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন।