সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর শিমুলিয়ায় ফেরি চালু

ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর শিমুলিয়ায় আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ সকাল ১০টায় ১২০ মোটরসাইকেল ও ১০ যান নিয়ে ফেরি সোফিয়া কামাল বাংলাবাজারের উদ্দেশে রওনা হয়। কুয়াশা কেটে যাওয়ায় এর আগে নোঙর করা অন্য ফেরিগুলো গন্তব্যে রওনা হয়। এছাড়া লঞ্চ ও স্পিডবোট চলাচলও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক ও শিমুলিয়া বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, কুয়াশা কেটে যাওয়ায় আটকে পড়া যাত্রী ও যানগুলো পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি জানায়, এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তাই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ায় কাছের বস্তুও দেখা না যাওয়ায় শিমুলিয়া-মাঝিরকান্দি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের চার ফেরি ও ৮৭ লঞ্চ ও ১০১ স্পিড বোট চলাচল বন্ধ করা হয়।

আর রাতে ফেরি চলাচল করে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে। কুয়াশাার কারণে রাতের এই পথ বন্ধের পাশাপাশি দিনের বেলার পথ শিমুলিয়া থেকে বাংলাবাজার রুটেও চালু করা যায়নি। এতে তিন পাড়ে ৬ শতাধিক যান পারাপারের অপেক্ষায় থাকে।