সিটির বিপক্ষে বড় জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুর

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের স্টোক সিটির বিপক্ষে বড় জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুর। গতকাল রাতে ঘরের মাঠে স্টোক সিটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় অলরেডসরা।

আনফিল্ডে লিভারপুলের জয়ে অ্যাডাম লালনা, রবার্তো ফিরমিনহো ও ড্যানিয়েল স্টারিজ একটি করে গোল করেন ।অপর সাফল্যটি আসে প্রতিপক্ষ খেলোয়াড় ইম্বুলার আত্মঘাতি গোল থেকে।

শেষপর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়লে ম্যাচের শুরুতে লিভারপুল সমর্থকদের কাঁপিয়ে দিয়েছিল স্টোকসিটি। ম্যাচের ১২ মিনিটের মধ্যেই স্টোক সিটির ওয়াল্টার্সের গোল স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয়।এরপর  ম্যাচের ৩৩ মিনিট পর্যন্ত কোনো গোল পায়নি লিভারপুল।

ম্যাচের ৩৪ মিনিটে আনফিল্ডে উচ্ছ্বাস ফিরেয়ে আনেন লালনা। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে রবার্তো ফিরমিনহোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লুপের দল। এ ব্যবধান নিয়েই বিশ্রামে যায় তারা।

বিশ্রাম শেষে স্টোক সিটির খেলোয়াড়দের বলতে গেলে পাত্তাই দেয়নি লিভারপুল। দারুণ সব আক্রমনে প্রতিপক্ষকে কোনঠাসা করে ফেল স্বাগতিক দলের খেলোয়াড়রা। তবে সুযোগ তৈরির পাশাপাশি সেভাবে গোল করতে পারেনি তারা। গোল প্রতিহত করতে গিয়ে ৫৯ মিনিটে ইম্বুলার আত্মঘাতি গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। আর অলরেডসেদের হয়ে ম্যাচের ৭০ মিনিটে শেষ গোলটি করেন স্টারিজ।

এ জয়ের ফলে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে লিভারপুল। ১৮ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট জমা রয়েছে তাদের স্কোরশিটে। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। সমান ম্যাচ ব্যবধানে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গাদিওলার ম্যানচেস্টার সিটি।