সিডনি স্ট্রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ছাত্রলীগের শ্রদ্ধা

লন্ডনের সিডনি স্ট্রিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা জানালেন যুক্তরাজ্য ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মী। গত ৫ নভেম্বর এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ভাস্কর্যের প্রতিষ্ঠাতা লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেকের উদ্দেশ্যে এসময় নাহিয়ান খান জয় বলেন, ‘সাদেক ভাই আমাদের প্রাণ আমাদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন। প্রমাণ করতে পেরেছেন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। লন্ডনে বঙ্গবন্ধুর এতসুন্দর ভাস্কর্য, বিশ্বাসই হচ্ছিল না। সাদেক ভাইকে ধন্যবাদ।’

লেখক ভট্টাচার্য বলেন, ‌‘একদম জাতির পিতার আদল। সাদেক ভাই আমাদের গর্ব। জাতির পিতা বঙ্গবন্ধু ৫০ বছর পর লন্ডনের সিডনি স্ট্রিটে, আর আমাদের এই প্রথম লন্ডন আগমন। আমরা জাতির পিতাকে (ভাস্কর্য) স্বচক্ষে দেখে সম্মান জানাতে পারলাম। আর এই কাজের জন্য আফছার খান সাদেক ভাই সব কৃতিত্বের অধিকারী।’