সিদ্ধিরগঞ্জে হেফাজতের তাণ্ডবের ঘটনায় আটক ১৫

জেলা প্রতিবেদকঃ দেশব্যাপী হেফাজত ইসলামের ডাকা হরতালের নামে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজত কর্মীদের তাণ্ডবের ঘটনায় গত দুই সপ্তাহে বিএনপি-হেফাজতের মোট ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবি দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আনোয়ার (৩৯), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মো. ইকবাল হোসেন (৪২), নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. মামুন মিয়া (৩৯), নাসিক ৬নং ওয়ার্ড জাতীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম (৪৮), নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন (৪৫), নাসিক ২নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফারুক হোসেন (৪০), জাতীয়তাবাদী তাতী দলের নাসিকের সাবেক ওয়ার্ড সভাপতি আলমগীর (৪৮), বিএনপি সমর্থক নুর উদ্দীন (৪২), হেফাজত কর্মী রাশেদুজ্জামান মুন্না (২২), বিএনপি সমর্থক বিল্লাল হোসেন (৪০), নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. কাউছার আহম্মেদ (৩৪), হেফজত কর্মী মো. ফিরোজ খান (৩২), হেফজত কর্মী মো. সাদ্দাম হোসেন (৩০), হেফজত কর্মী মোয়াজ্জেম হোসাইন (৫৮) এবং হেফজত কর্মী রাসেল (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় তিন হাজার সাতাশ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা করা হয়।