‘সিপাহীরা বিদ্রোহ না করলে ক্যান্টনমেন্ট কসাইখানায় হতো’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধুর খুনি ও ক্ষমতালোভী অফিসারদের খুনোখুনির বিরুদ্ধেই ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিদ্রোহ ঘটেছিল। সেদিন সিপাহীরা বিদ্রোহ না করলে ক্যান্টনমেন্টগুলো কসাইখানায় পরিণত হতো।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘জিয়ার বিশ্বাসঘাতকতায় সিপাহী বিদ্রোহের মহিমা ম্লান হয় না। ৭ নভেম্বরের মহানায়ক তাহের, খলনায়ক জিয়া। জিয়া সিপাহীদের সাথে বিদ্রোহ করে নিজের প্রাণ রক্ষাকারী কর্নেল তাহেরকে ফাঁসি দিয়ে নিজেকে মীর জাফর হিসেবে প্রতিষ্ঠা করে।’

বর্তমান রাজনীতির প্রেক্ষাপট টেনে জাসদ সভাপতি বলেন, ‘সিপাহীদের সাথে বিশ্বাসঘাতকতার রাজনীতিই বেগম জিয়া ও বিএনপি বহন করে চলেছে। বিএনপির রাজনীতির ভিত্তিই বিশ্বাসঘাতকতা। আর শোষণ-বঞ্চনা-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তাহের ও ৭ নভেম্বর চির প্রেরণার উৎস হয়ে আছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদের সহ-সভাপতি শহীদুল ইসলাম। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।

সভায় উপস্থিত ছিলেন- জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, উপদেষ্টা রফিকুল ইসলাম বীর প্রতীক, সহ-সভাপতি আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল প্রমুখ।