সিরিয়ায় বোমা বিস্ফোরণ, নিহত ৪

সিরিয়ার আলেপ্পো প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (১১ অক্টোবর) তুর্কী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা প্রদেশটির আফরিন শহরের একটি মার্কেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মার্কেটের সামনে থাকা একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণ হয়। এতে গাড়িতে থাকা হামলাকারীও মারা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ান কুর্দি জনগণের সুরক্ষা ইউনিট ওয়াইপিজিকে এ হামলার জন্য দায়ী করছে।

ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে তুরস্ক। তুরস্কের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের সঙ্গে ওয়াইপিজির মিত্রতা আছে বলেও মনে করে তারা।