সিলেটে ১১১০ টি ভারতীয় শাড়ি এবং  ১৪৪টি লেহেঙ্গাসহ গ্রেফতার ২

আদনান আহমদ চৌধুরী: সিলেট : (২৬সেপ্টেম্বর)মঙ্গলবার ভোরবেলায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার  কোম্পানীগঞ্জ থানার এসআই (নিঃ)

শরীফুল ইসলাম, এসআই সুরঞ্জিত তালুকদার  কোম্পানীগঞ্জ থানাধীন কাঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দু,জনকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো:-সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন কাঁঠাল বাড়ি গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে রিয়াজ মিয়া (৩০) এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ ইসমাইল মিয়া(২৮) কে গ্রেফতার করে।

পুলিশ সুত্রে জানা যায়  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করে তারা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে ১১১০ পিছ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় শাড়ি এবং ১৪৪ পিছ লেহেঙ্গা বাংলাদেশে এনে আসামি রিয়াজ মিয়ার বাড়িতে মজুদ করে রেখেছিল।

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মোঃ সম্রাট তালুকদার সহকারি পুলিশ সুপার সিলেট। বলেন কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে  একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।