সুইডেনে পুলিশ স্টেশনের বাইরে বোমার বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের দক্ষিণাঞ্চলে একটি পুলিশ স্টেশনের বাইরে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে ওই ভবনের বেশ ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। বুধবার হেলসিনবর্গে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট অনলাইন।

এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। একে সন্ত্রাসী হামলা বলেও মন্তব্য করা হয়নি। তবে দেশটির পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা ড্যান এলিয়াসন একে ‘সমাজের বিরুদ্ধে হামলা’ বলে মন্তব্য করেছেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশ কিছুই জানায়নি। বিস্ফোরণের কারণে পুলিশ স্টেশনের প্রবেশ মুখ ও জানালার ব্যাপক ক্ষতি হয়েছে।

সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর মালমো’র ৫০ কিলোমিটার উত্তরের এই শহরটিতে বিস্ফোরণের এই ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনের বেশ কিছু শহরে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে। এর আগে ২০১৪ সালে মালমো শহরের পুলিশ স্টেশনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে ওই বিস্ফোরণের রহস্যের কিনারা এখনো হয়নি।