সুখবর পেল পাকিস্তান!

সুপার ফোরের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেল পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচে ইনজুরির শঙ্কায় পড়া উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ঝুঁকিমুক্ত। খেলতে পারবেন নবি-রশিদদের বিপক্ষে।

রিজওয়ানের এমআরআই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়টি মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো।

গত ৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে কিপিং করার সময় পায়ে চোট পান রিজওয়ান। ইনিংসের ১৫তম ওভারে মোহাম্মদ হাসনাইনের করা একটি বাউন্স বল লাফিয়ে গ্লাভসবন্দি করতে গিয়ে বাজেভাবে ডান পায়ের ওপর ভর দিয়ে পড়ে যান তিনি।মাঠে কিছুক্ষণ যন্ত্রণায় কাতরাতেও দেখা যায় তাকে। সেই চোট নিয়েও ভারতের বিপক্ষে সেদিন অনবদ্য এক ইনিংস খেলেন রিজওয়ান।

এমনকি ইনিংসের ১৭তম ওভারে আউট হওয়ার পরও ড্রেসিংরুম থেকে দলকে উজ্জীবিত করতে দেখা যায় তাকে। তবে কে জানত এ মানুষটাই চোটের তীব্রতায় ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছিলেন। শেষমেশ ছুটতে হয়েছে হাসপাতালেও! আশঙ্কা করা হচ্ছিল, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে না পাকিস্তান একাদশে। তবে এমআরআই রিপোর্ট বলছে, পুরোপুরি ফিট আছেন রিজওয়ান।