সুদানে দু’দিনের অবরোধ

দেশজুড়ে দু’দিনের অবরোধ ডেকেছে সুদানের আন্দোলনকারীরা। একই সঙ্গে ক্ষমতা ভাগ করতে আন্তর্জাতিক সম্প্রদায় যে উদ্যোগ নিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তারা।

আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, ক্ষমতা ভাগ হলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে চলে যাবে। চলমান সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানায় তারা। গত মাসে সামরিক অভুত্থ্যানের মুখে সুদানের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। এরপর থেকেই দুশজুড়ে সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে।

এর আগে রাজধানী খার্তুমে বিক্ষোভরত মানুষের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দ্রুত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।