সুনামগঞ্জে দ্বিতীয় দফায় বন্যা

সুনামগঞ্জে এক মাসের ব্যবধানে আবারও বন্যা দেখা দিয়েছে। সুনামগঞ্জের ছয় উপজেলায় দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিনই নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিচ্ছে।

এতে জেলার সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও শাল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

সুরমা নদীর পানি আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুদিন ধরে সুনামগঞ্জ পৌরশহরে বেশ কিছু এলাকায় পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়েছে। শহরের তেঘরিয়া, বড়পাড়া, নবীনগর, হাছননগর ও মধ্যবাজারে পানি উঠে গেছে। এসব এলাকার মূল সড়কে হাঁটুসমান পানি রয়েছে। দোকানপাটে পানি ঢুকে যাওয়ায় কেনাবেচা করতে সমস্যা হচ্ছে। শহরের অনেক বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে।