সেনবাগে প্রতিবাদ মিছিলে হামলায় আহত ১০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার দুপুরে ইউনিয়নের ছাতারপাইয়া বাজারে এ বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার এলাকাবাসী ও স্থানীয় স্কুলছাত্ররা ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় প্রতিপক্ষের লোকজন মিছিলে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জন ও ভোগ-দখল এবং হিসাব বিবরণীতে সম্পদের হিসাব গোপন করে ভুয়া তথ্য প্রদানের অভিযোগে সোমবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানকে আটক করে পুলিশ।

এর আগে দুর্নীতি দমন কমিশন নোয়াখালী সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।